শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৫৪ পূর্বাহ্ন
ভিইউ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে ৭ নভেম্বর ২০১৭ বিকাল ৩টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মা “বি” ক্লাবের আয়োজনে “ফার্মেসী ফুটবল লীগ, সেশন-২” এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মীর ইমাম ইবনে ওয়াহেদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার। উক্ত টুর্নামেন্টের আহ্বায়ক ছিলেন ফার্মেসী বিভাগের প্রভাষক এ. এস. এম. সাখাওয়াত হোসেন। এছাড়াও ফার্মেসী বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফার্মেসী ফুটবল লীগের উদ্বোধনী দিনের খেলাটি উপভোগ করেন।