শুক্রবার, ২৭ মে ২০২২, ১২:১৬ পূর্বাহ্ন
ভইউ প্রতিনিধি : সম্প্রতি প্রথম আলোর পাঠক সংগঠন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ২০১৭-১৮ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মেহেদী হাসানকে সভাপতি এবং জাফির আহমেদকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভা পরিবারের সদস্যদের মতে বিগত দিনের পরিশ্রম ও দক্ষতার উপর ভিত্তি করেই এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি মো: নাজিম উদ্দীন ও মাহবুবা আলম সিতা, যুগ্ন সধারণ সম্পাদক এনায়েত সাব্বির ও আজিজা আরবি লিজা, সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হাসান, উপ সাংগঠনিক সম্পাদক ফাহাদ বিন আব্দুল আজিজ, অর্থ সম্পাদক ইবতেসাহাম তনায়া, যোগাযোগ সম্পাদক পিংকি রানী, দপ্তর সম্পাদক মো: রাফিউল হাসান, সাহিত্য সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক জাকিয়া সুলতানা সেতু, অনুষ্ঠান সম্পাদক মো: শাহাদাত হোসেন, পাঠচক্র সম্পাদক নেহার সুলতানা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক এস এম মাহবুর হাসান, ক্রীড়া সম্পাদক মো: আবু বাক্কার সিদ্দীক, নারী বিষয়ক সম্পাদক তাবাসুম আজম, বিজ্ঞান সম্পদক মির্জা হায়দার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মো: মামুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমাইয়া সুলতানা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো: আব্দুর রউফ, পরিবেশ সম্পাদক আবু হানিফ, পাঠাগার সম্পাদক মো: রায়হানুল হক, প্রশিক্ষণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী বলেন, “বরেন্দ্র বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সবসময় ভাল কাজ করার চেষ্টা করে চলেছে। সমাজের প্রয়োজনে ও জনহিতকর কাজে অন্যদের চেয়ে বন্ধুসভার কর্মীরা সব সময়ই একধাপ এগিয়ে রয়েছে। আগামী দিনগুলোতে বন্ধুসভা নিশ্চয়ই সুস্থ চিন্তার সুষ্ঠ প্রয়োগ ঘটাবে।” সভাপতি মেহেদী হাসান বলেন, “বিগত দিনগুলোর নেতৃত্বের মত তিনি আগামীতে সামনে থেকে নেতৃত্ব দানে প্রতিশ্রুতিবদ্ধ এবং বন্ধুসভার প্রতিটি কর্মীই যেন যেকোন সময় যেকোন অবস্থায় বন্ধুসভার নেতৃত্ব কাঁধে তুলে নিতে পারে; সেভাবেই সকলের সাথে কাজ করে যেতে চান।”