রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:৩১ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান উপদেষ্টা রা.বি. সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল খালেক এবং সভাপতি প্রফেসর ড. পি.এম সফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস শিল্পী, প্রফেসর ড. লায়লা আরজুমান বানু, ড. হুমায়ূন কবির, সুখন সরকার, সোহেল মেহেদী, ড. নাসিমা খাতুন, এম এ কুদ্দুস, আফরোজা আক্তার এ্যানি, হাসান ঈমাম সুইট, এম এ কাইউম, জামসেদ হোসেন টিপু, সোহেল রানা, তাপস কুমার, মাজেদুল ইসলাম রাতুল, মুক্তি খাতুন, শারমিন ইতি প্রমুখ।