বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:১৯ অপরাহ্ন
০৫.০৩.২০১৭ রবিবার দৈনিক বার্তা ভবনের ৪র্থ তলায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্যের কক্ষে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহীর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর ড. আবদুল খালেক। সভায় সর্বসম্মতভাবে আগামী ১৭ মার্চ ২০১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই মহান দিবসে বিকেল ৪টায় বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) অধ্যাপক জনাব আরাফাত রহমান।