বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৩২ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহীর এক সভা আজ ১২.০৪.২০১৭ বুধবার বিকাল ৫টায় আলুপট্টিস্থ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. আবদুল খালেক। সভায় মুজিবনগর দিবস-২০১৭ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে মুক্তিযুদ্ধ পাঠাগারে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে ১৭ এপ্রিল বিকাল ৫টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. মো. কায়েসউদ্দিন, প্রফেসর মু. এন্তাজুল হক ও সাধারণ সম্পাদক প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রফেসর ড. আবুল কাশেম, প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. সাদেকুল আরেফিন এবং মির্জা আনোয়ার হোসেন পটু।
এই সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’ প্রকাশের জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে একটি বিবৃতি পত্র-পত্রিকায় প্রকাশের জন্যে সিদ্ধান্ত গৃহীত হয়।