শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ১০:৪৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি : বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রা.বি. সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল খালেক এবং সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এম এ বারী, ছাত্র উপদেষ্টা প্রফেসর লায়লা আরজুমান বানু, রা.বি. সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্ এবং বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর পি.এম. সফিকুল ইসলাম, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর রেজাউল করিম-৩, প্রফেসর মো. আনসার উদ্দীন, অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল, অধ্যাপক সোহেল মেহেদী, নাসিমা খাতুন, এম. আব্দুল কুদ্দুস, ইদ্রিস আলী, নাসরীন লুবনা, হাসান ঈমাম সুইট, জামসেদ হোসেন টিপু প্রমুখ।