বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৪৬ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আলী মিঞা’র মৃত্যুতে এক শোকবার্তায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এবং রাজশাহী সোনালী ব্যাংকের সিবিএর নেতা ফরহাদ আলী মিঞা’র আকস্মিক মৃত্যুতে জাতি এক সূর্যসন্তানকে হারালো। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়। বিশেষ করে জামায়াত-শিবির বিরোধী আন্দোলনে তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর ও অগ্রণী ভূমিকা রাজশাহীবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।