শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তি : বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তাঁরা এই হীন সন্ত্রাসী ঘটনাকে স্বাধীনতার স্বপক্ষের চেতনা ও মুক্তচিন্তার ওপর গুরুতর আঘাত বলে উল্লেখ করেন। উপাচার্য ও উপ-উপাচার্য ড. জাফর ইকবালের সুচিকিৎসা নিশ্চিত করতে গৃহিত ত্বরিত পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার জন্য দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।