শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:৩০ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ, কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক এর আশিবছর পূর্তি সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে ইউনিভার্সিটির সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘প্রফেসর আবদুল খালেক আশি বছর পূর্তি সংবর্ধনাগ্রন্থ’ প্রকাশ করে। ‘যিঁনি সংখ্যায় এক, সত্তায় অনেক’ শ্লোগানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি. এম. সফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রেজাউল করিম তালুকদার, অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, শিবগঞ্জ কলেজের অধ্যক্ষ ব্রাইনির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআইইউ’র ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান প্রফেসর ড. ফারজানা নিক্কন, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, ট্রাস্টি বোর্ড সদস্য ফয়সাল খালিদ শুভ, প্রফেসর খালেকের অস্ট্রেলিয়া প্রবাসী পুত্রবধু নওরোজ আফরোজ বর্ণী, ড. মাজেদা খাতুন, কবি অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, ড. নূরে এলিস, প্রভাষক হামিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী, প্রফেসর খালেকের নাতি-নাতনি অধরা, অপলা নিলয় সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রফেসর ড. আবদুল খালেকের গৌরবময় জীবনের স্মৃতিস্মারণ করা হয়। প্রফেসর খালেক এর আশিতম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রফেসর খালেক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্যের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চমবারের মতো উপদেষ্টা পরিষদের সদস্য সহ শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।