মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:১৬ পূর্বাহ্ন
ববি প্রতিনিধি : বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন ৩০ মে ২০১৬ বেলা সাড়ে ১১টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তাঁর সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মতবিনিময় সভা ও চা-চক্রের আয়োজন করে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, রাবি সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গণি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরম্নল হোসেন চৌধুরী, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ এর অধ্যাপক ড. স্বরোচিষ সরকার সহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষক ও শিক্ষর্থীরা সেলিনা হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নির্মিত শর্ট ফিল্ম ‘আলোর ওপিঠ’এর ডিভিডি সেলিনা হোসেনের হাতে তুলে দেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। আলোচনা শেষে সেলিনা হোসেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ঘুরে দেখেন।