বুধবার, ২৫ মে ২০২২, ০৮:০৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব প্রক্টরের উপর ন্যস্ত। কোনো শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কোনো সমস্যার সম্মুখীন হলে প্রক্টরকে অবহিত করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য(বৃন্দ), প্রাধ্যক্ষবৃন্দ, অনুষদ অধিকর্তাবৃন্দ, প্রক্টর ও সিন্ডিকেটের দুইজন সদস্য সমন্বয়ে ডিসিপ্লিন বোর্ড গঠিত। উপাচার্য এ বোর্ডের সভাপতি এবং প্রক্টর সচিব। বোর্ডের সুপারিশের পরিপ্রেক্ষিতে উপাচার্য কোনো শিক্ষার্থীকে শ্ঙ্খৃলাভঙ্গের দায়ে জরিমানা, ট্রান্সফার সার্টিফিকেট প্রদান এবং রাস্টিকেট করতে পারেন।
এছাড়াও হলের শৃঙ্খলাভঙ্গের কারণে প্রশাসনিক প্রধান হিসেবে হল প্রাধ্যক্ষ কোনো শিক্ষার্থীকে জরিমানা এবং হল থেকে বহিষ্কার করতে পারেন।
সর্বপরি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের প্রক্টরিয়াল ক্ষমতা আছে। প্রয়োজনে তাঁরা তা ব্যবহার করতে পারেন।
সূত্র: নবীন শিক্ষার্থীদের জন্য তথ্যকণিকা ২০১৮-২০১৯, পৃ. ১৩