সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পরিবহণ ফি পরিশোধ করেও পরিবহণ সুবিধা না পাওয়ায় ১৩ জুন ২০১৬ বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ঘণ্টা ব্যাপী আটক করে রাখে বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থীর জন্য বিভিন্ন রোডে মাত্র তিনটি বাস চলাচল করলেও তার মধ্যে দুইটি বাস দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়ে আছে। ফলে রমজানে চরম দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের এ ভোগান্তির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ভ্রুক্ষেপই নেই। তাই বাধ্য হয়ে তারা কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস আটকে দিয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত শিক্ষার্থীদের জন্য একটি বাসের ব্যবস্থা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দ্রুত পরিবহণ সুবিধা পর্যাপ্ত না করা হলে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবেন।