রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪৪ অপরাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ জুন ২০১৬ হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ৫টি ইভেন্টে ১৫টি ক্যাটাগরিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১৫৩জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক পলাশ কর্মকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মেহেদি মাহমুদুল হাসান, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান ও অফিসার্স এসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।