শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৬ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু’পা ফেলিয়া…’ শিরোনামে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে আনন্দঘন পরিবেশে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওগাঁ জেলার ঐতিহ্যবাহীস্থান পতিসরে এই বনভোজনের আয়োজন করে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্যুসহ বিভিন্ন আয়োজনে অংশ নেন। শিক্ষার্থীদের সাথে বনভোজনে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কবি ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক, উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, স্বস্ত্রীক উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী, বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ড. নূরে এলিস, শিক্ষক হামিদুর রহমান প্রমুখ।