বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ০২:৫০ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কসমোপলিটন বিজনেস ক্লাবের উদ্যোগে ২৩ জুলাই ২০১৬ বেলা ১২টায় ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে International Seminar on Statistics and Society (সমাজ ও পরিসংখ্যান) বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের Ball State University-র গাণিতিক বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ.এইচ.এম রহমতুল্লাহ ইমন। সেমিনারে তিনি বলেন, গণিতের জন্য শুধু পরিসংখ্যান নয় – পরিসংখ্যানের জন্য গণিত। গণিত ছাড়াও পরিসংখ্যান হয়। প্রতি পদক্ষেপেই পরিসংখ্যানের প্রয়োজন। এর ব্যবহার প্রাত্যহিক জীবনে। রাষ্ট্রীয় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। কারণ জীবন এবং সমাজ বিচ্ছিন্ন নয়। পরিসংখ্যান শব্দটি সাহিত্যে প্রথম ব্যবহার করেছিলেন শেক্সপিয়ার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনবিআইইউ’র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। বিশিষ্ট শিক্ষাবিদ এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক-এর সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্টার রিয়াজ মোহাম্মদ, ড. ইমনের মাতা প্রফেসর ড. মাজেদা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুশান্ত কুমার, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ। বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জনাব আনওয়ারুল কামাল চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।