শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৩ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সিন্ডিকেট সভা ১৮ জুন ২০১৬ সকাল ১১টায় ইউনিভার্সিটির একাডেমিক ভবনে উপাচার্য দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিন্ডিকেট সদস্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপিকা রাশেদা খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, এনবিআইইউ বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার ফরহাদ হোসেন (অনীক মাহমুদ), ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. অভিনয় চন্দ্র সাহা, এনবিআইইউ একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ, সদস্য সচিব রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ। সভায় ইউনিভার্সিটির ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট, শিক্ষক ও কর্মচারিদের নিয়োগ এবং পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয় অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।