রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪৮ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘কসমোপলিটন বিজনেস ক্লাব’ এর উদ্বোধন করা হয়েছে। রাজশাহী নগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে ৫ জুন ২০১৬ তারিখে ৯:৩০ মিনিটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারপারসন বরেণ্য কথাশিল্পী অধ্যাপিকা রাশেদা খালেক প্রধান অতিথি হিসেবে ক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপিকা রাশেদা খালেক বলেন, কসমোপলিটন শব্দের অর্থ এককথায় সার্বজনিন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমান বিশ্বায়নের যুগে সার্বজনিন জ্ঞান অর্জন করতে পারবে এই ক্লাবের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের উদ্যোগে গঠিত এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বজনিন জ্ঞান প্রদানের মাধ্যমে দেশে-বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের মাধ্যমে আর্ন্তজাতিক অঙ্গনে তাদের মেধার স্বাক্ষর রাখবে। এই ক্লাবের সাফল্য কামনা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকও একইভাবে এই ক্লাবের সফলতা কামনা করেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্টার রিয়াজ মোহাম্মদ, রাবির বাণিজ্য অনুষদের সাবেক ডিন এনবিআইইউ’র বিজনেস স্টাডিজ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আমজাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম। বিভাগীয় প্রধান ও সিনিয়র সহকারি অধ্যাপক আনোয়ারুল কামাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী সহ সংশ্লিষ্ট বিভাগ ও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের উপস্থাপনায় শিক্ষক-শিক্ষার্থীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সঙ্গীত, নৃত্য, নাটিকা ও কৌতুক পরিবেশন অতিথিবৃন্দ প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে বিজনেস স্টাডিজ বিভাগের কর্মকান্ড নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।