শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:১৮ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসের শুরুতে শনিবার সকাল ৯টায় রাজশাহী নগরীর আলুপট্টিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিজয় র্যালি নিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সকাল ১০টায় ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রমানিক। সভায় ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, আইন অনুষদের ডিন প্রফেসর হাবিবুর রহমান, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফ, অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, প্রক্টর ড. মো. আজিবার রহমান, সহকারি প্রক্টর আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন আইন বিভাগের কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা ও প্রভাষক সালাউদ্দিন সাইমুম। অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, বিজয় আমাদের গর্ব, বিজয় আমাদের অহংকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশের বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, আশা-আকাঙ্খা বঙ্গবন্ধু কন্যা লালন করেন। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক সকল সূচকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। নতুন প্রজন্ম আমাদের বিজয়ের ও স্বাধীনতার চেতনায় এগিয়ে যাবে এবং দেশকে সমৃদ্ধ করবে এমনই প্রত্যাশা করেন তিনি। আলোচনা সভা শেষে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. জোহাকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মোজ্জাম্মেল হোসেন বকুল এর নির্মিত চলচ্চিত্র ‘দাবানল’ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমনি’ প্রদর্শন করা হয়।