শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫০ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে ইউনিভার্সিটির একাডেমিক ভবনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকসহ শিক্ষক, কর্মকতা-কর্মচারীবৃন্দ। সকাল সাড়ে ৯টায় সেখান থেকে প্রভাত ফেরী র্যালি বের করা হয়। র্যালিটি নগরী প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বইমেলা প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। এসময় তিনি বলেন- বাংলা ভাষার দাবিতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। প্রত্যাশা ও প্রাপ্তির মাপ-জোকে আসে বার বার একুশ। তথ্য প্রযুক্তিসহ আমাদের সামগ্রিক জীবনের সকল ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহারের দাবি জানান। বিশ্বের বহুদেশ তাদের মাতৃভাষার মাধ্যমে তাদের সকল কর্মকান্ড পরিচালনা করে। আমাদেরকেও সেই শিক্ষা নিতে হবে। দিবসের আলোচনা সভায় সভাপতি উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক বলেন, ‘জাতিসত্বত্তার অন্বেষায় একুশ। সংস্কৃত ভাষা রক্ষণশীলতার জন্য হারাতে বসেছে। অথচ বাংলাভাষা বেঁচে আছে। বাংলার ভাষার প্রচন্ড শক্তি থাকায় অন্যভাষাকে সহজেই আপন করে নিতে পারে। গ্রহণ করতে পারে। যে কারণে বাংলাভাষা টিকে থাকবে চিরকাল। আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন, এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, শিক্ষক ড. কামরুন্নাহার, ড. নূরে এলিস আকতার জাহান, আব্দুল কুদ্দুস, সাজু সরদার, হাসান ঈমান সুইট প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ড. নাসরিন লুবনা ও সালাইউদ্দিন সাইমুম তুহিন।