সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামালায় উচ্চ আদালতে কারাদন্ড দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়ে উধাও ছিল ছাত্রদল। ২৪ জুলাই ২০১৬ ধর্মঘটে ক্যাম্পাসের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিবহনগুলো যথা সময়ে বিভিন্ন রুটে চলাচল করে। জানা যায়, ছাত্রদল ধর্মঘটের ডাক দিলেও বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগেই ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল। ক্যাম্পাসের বিভিন্ন চত্বরগুলোতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায়। অন্যদিকে ধর্মঘট সফল করতে ক্যাম্পাস কেন্দ্রীক কোন তৎপরতা ছিল না সংগঠনটির নেতা-কর্মীদের। এমনকি ক্যাম্পাসে দেখা যায়নি দলটির কাউকে। এছাড়া ছাত্রদলের এই কর্মসূচি প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানের ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। ফলে ক্যাম্পাসের সব কিছুই স্বভাবিক ছিল।