সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:৩২ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে যে আত্মত্যাগ করেছেন তার স্মরণে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শহীদ ড. জোহা দিবসে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত একঘন্টা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। এ উপলক্ষে বিশ্বদ্যিালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. জোহার সহযোগী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারি প্রক্টর, পরবর্তীতে উপাচার্য এবং বর্তমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। প্রবন্ধে প্রফেসর খালেক ড. জোহার জীবনী ও নিহতের সময় প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতি তুলে ধরেন। এসময় তিনি ড. জোহাকে ১ম শহীদ বুদ্ধিজীবী হিসেবে আখ্যায়িত করে এই দিনটিকে জাতীয়ভাবে পালন ও সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণার দাবি জানান। সভায় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র পরবর্তীতে শিক্ষক, বর্তমানে এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল ও ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক। আরো বক্তব্য রাখেন রাবির তৎকালীন শিক্ষক বর্তমানে এনবিআইইউ’র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ও এনবিআইইউ’র চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন বিভাগের শিক্ষক সালাউদ্দিন তুহিন সাইমুম।