শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১, ১১:১৬ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ১৯ নভেম্বর ২০১৭ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় শহীদুল্লাহ কলাভবনের ১৫০ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি এবং উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় চার নেতার উপর তথ্যসমৃদ্ধ আলোচনা করেন। এসময় সেখানে কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর সহ-সভাপতি ও ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এর সভাপতি প্রফেসর মোখলেসুর রহমান ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র।