রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫২ অপরাহ্ন
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগের জুবায়ের আহমেদকে সভাপতি ও অর্থনীতি বিভাগের আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ‘সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২ জুন ২০১৬ জেলা ছাত্রকল্যাণ সমিতির এক সভায় জাবি ছাত্রলীগ শাখার সহ-সভাপতি আরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে এ কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- উমাইয়া তাসনীম তনুজা সিনিয়র সহ-সভাপতি, পঙ্কজ সহ-সভাপতি-১, সুমাইয়া মরিয়ম ইভা সহ-সভাপতি-২, আলহাজ্ব সহ-সভাপতি-৩, জুলফিকার রবিন ও মো. নাসিমুল আলম যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদ, তানভীর, আজিম ও শরীফ সাংগঠনিক সম্পাদক, মরিয়ম ছন্দা ও জাকিয়া খাতুন কোষাধ্যক্ষ, মেহেদী এইচ মাসুম ও সুমন প্রচার সম্পাদক। তা ছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন- মীর মশাররফ হোসেন হলের তারেকুজ্জামান রাব্বি (নৃবিজ্ঞান-৪৩), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নূর মোহাম্মাদ (৪৩ তম ব্যাচ), শহীদ সালাম বরকত হলের মীর রাশিদুল হক (প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিদ্যা-৪৩), আব্দুস সালাম (৪৩), আল বেরুনী হলের জাহিদ (বাংলা-৪৩) ও আবু হাসিব (৪৫ তম ব্যাচ), মওলানা ভাসানী হলের শরীফ (৪৪ তম ব্যাচ), শহীদ রফিক জব্বার হলের আমিনুল ইসলাম আকাশ (৪৫ তম ব্যাচ), জাহিদ (ইতিহাস-৪৫), প্রীতিলতা হলের সাবিনা (৪৪তম ব্যাচ), জাহানারা ইমাম হলের তিশা (৪২ তম ব্যাচ), শেখ হাসিনা হলের পুষ্প হাসান (৪৪তম ব্যাচ), সারা অর্থনীতি (৪৪ তম ব্যাচ), শাপলা (৪৩ তম ব্যাচ), বেগম খালেদা জিয়া হলের হ্যাপি (৪৫তম ব্যাচ), নওয়াব ফয়জুন্নেসা হলের রোজিনা (ইতিহাস-৪৫), উম্মে সায়লা (অর্থনীতি-৪৪), ফজিলাতুন্নেসা হলের সন্ধ্যা (৪৪ তম ব্যাচ)। শিক্ষক উপদেষ্টা হিসেবে মনোনীত হন- মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক আলী আজম তালুকদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হাসান, নগর ও পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক আফসানা হক। ছাত্র উপদেষ্টা হিসেবে মনোনীত হন- আরিফুল ইসলাম আরিফ (৩৮তম ব্যাচ), রাজীব (৩৯ তম ব্যাচ), ইব্রাহিম হোসেন (৪০ তম ব্যাচ), সোহাগ রুবায়েত (৪০ তম ব্যাচ), সুমন (৪০ তম ব্যাচ), আবুল কালাম আজাদ (৪০ তম ব্যাচ), আবু সায়েম (৪০ তম ব্যাচ), তারিকুল ইসলাম ও ফাহাদ (৪০ তম ব্যাচ) প্রমুখ। এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে ‘চড়ুইভাতি-২০১৬’র আয়োজন করেন। এতে জাবিতে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।