বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৪৭ অপরাহ্ন
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহ আর নেই। ১০ জুন ২০১৬ রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। রসায়ন ও পরিবেশ বিজ্ঞানে খ্যাতিমান বাংলাদেশি গবেষক সফিউল্লাহর বয়স হয়েছিল ৭১ বছর। ১১ জুন ২০১৬ সকালে ক্যাম্পাসের উপাচার্যের বাসবভন সংলগ্ন মাঠে জানাজার পর বিকালে ঢাকার গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। অধ্যাপক সফিউল্লাহর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। রসায়ন ও পরিবেশ গবেষণায় তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।