রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
রুয়েট প্রতিনিধি : নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে ৫ জানুয়ারি সোমবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালনের অংশ হিসেবে বিকেলে ৩টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-রিসোর্স বিষয়ে আলোচনা সভা ও প্রর্দশনী অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. রফিকুল আলম বেগ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোশররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল আলীম ও যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. শামীমুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত লাইব্রেরিয়ান মো. মাহবুব আলম। সকল কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।