শুক্রবার, ২৭ মে ২০২২, ১২:০৩ পূর্বাহ্ন
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা নিজস্ব প্রযুক্তিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সেলিমা ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রতি বছর ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কারিগরির খরচ হিসেবে টেলিটককে ৭০ লক্ষ টাকা দিতে হয়। উপাচার্য এ ব্যয় সংকোচনের কথা ভেবে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিজস্ব প্রযুক্তিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও হয়েছে। তিনি আরো বলেন, এজন্য বিশ্ববিদ্যালয়ের ব্যয় হবে মাত্র ৭ লক্ষ টাকা। এ টাকা ব্যয় ধরা হয়েছে নিজস্ব সার্ভার কেনার জন্য। প্রথম বছর বলে এবার খরচ বেশি হলেও আগামী বছর থেকে ব্যয় আরো কম হবে। তবে প্রথম বছর নিজস্ব প্রযুক্তিতে ভর্তির আবেদন প্রক্রিয়া সমস্যা দেখা দিতে পারে সেজন্য এবার আগেই পরীক্ষামূলকভাবে চালু করা হবে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির লক্ষে ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলে নতুন শিক্ষাবর্ষের আসন সংখ্যা কিছু কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব বিভাগে ১০০ আসন সংখ্যা রয়েছে সেসব বিভাগের আসন সংখ্যা কমিয়ে ৮০ করা হয়েছে। এছাড়া ‘ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট’, ‘বায়ো কেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি’ ও ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’ নামের নতুন ৩টি বিভাগ চালু করা হয়েছে।