শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ০৩:১৯ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১৪ ছাত্রলীগ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ১০ জুন ২০১৬ প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এ তথ্য জানান। তিনি আরো বলেন, কারণ দর্শানোর জবাব আগামী ১৮ জুন ২০১৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া জন্য বলা হয়েছে। কারণ দর্শানোরা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো, সহ-সম্পাদক একরামউদ্দিন অমি, ছাত্রলীগ কর্মী উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিপ্লব হোসেন ও বায়েজীদ, বায়োটেকনোলজির সিফাত আহমেদ রাতুল, ইতিহাসের প্রিতম আরিফ, তপু সুলতান, আবদুল্লাহ ফারুকী ইমরান ও ফাহাদ, ভূগোলের আল-আমিন ও আজমুস্সাহান নওরোজ, পরিসংখ্যানের ইকরাম নাহিদ, রবিন ও সুব্রত কুমার সাহা। উল্লেখ্য, সম্প্রতি এক তরুণীকে অপহরণকারীর হাত থেকে রক্ষা করতে গেলে বিডিনিউজের জাবি প্রতিনিধি শফিকুল ইসলাম ছাত্রলীগের কর্মীদের হাতে গুরুতর জখম হন।