রবিবার, ২২ মে ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর কনফারেন্স কক্ষে গত ৩০শে জুলাই ২০১৭ইং আইইউবিএটি বিশ্ববিদ্যালয় এবং চন্ডিগড় বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়া এর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইইউবিএটি বিশ্ববিদ্যালয় এর আন্তর্জাতিক বিভাগের পরিচালক জনাব মোজাফ্ফর আলম চৌধুরী তার স্বাগত বক্তব্যে দুটি বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা, গবেষনা, প্রযুক্তি, শিক্ষক ও শিক্ষার্থী আদান-প্রদান এর মাধ্যমে উচ্চ শিক্ষা আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন। চন্ডিগড় বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. আর এস বাওয়া চুক্তিতে স্বাক্ষর করেন এবং বলেন একবিংশ শতাব্দীর মোকাবেলায় তরুণদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেয়ার এই সমঝোতা স্মারক নিঃসন্দেহে দু’দেশের দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আইইউবিএটি’র পক্ষে স্বাক্ষর করেন উপ–উপাচার্য, প্রফেসর সেলিনা নার্গিস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সকল বিভাগের প্রধান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।