শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০১:১১ পূর্বাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সেমিস্টার ভিত্তিক আয়োজন ‘সিআইইউর গ্রীষ্মকালীন ওপেন ডে’ নানা আয়োজনের মধ্য দিয়ে সিআইইউর জামালখানস্থ ক্যাম্পাসে ১৫ এপ্রিল দিনব্যাপী পালিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, দেশে উপযুক্ত মানব সম্পদ গঠনের জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। এর ব্যতিরেকে মানবসম্পদ দেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়াবে, বেড়ে যাবে অপরাধমূলক কর্মকান্ড। তিনি উদাহরণস্বরূপ বলেন, জাপানের ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর আসন খালি থাকে, এর প্রধান কারণ সে দেশের জন্মহার নি¤œগামী, যা আমাদের দেশে উর্ধ্বগামী। সিআইইউর সৃষ্টি হয়েছে উপযুক্ত শিক্ষা প্রদানের জন্য।
প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন বলেন, সিআইইউর গুণগত দিকগুলো যাতে সবাই দেখতে পারে তাই এই ‘ওপেন ডে’র আয়োজন। অনুষ্ঠানে আগতদের তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাব, অনুষদগুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানান। ব্যবসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন বলেন, ‘ওপেন ডে’ অনুষ্ঠানটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে অভিভাবক এবং শিক্ষার্থীরা যাতে পুরো ক্যাম্পাস ঘুরে, স্বচক্ষে দেখে এখানে ভর্তির সিদ্ধান্ত নিতে পারে। আইন অনুষদের ফ্যাকাল্টি উপদেষ্টা বলেন, ইউজিসি জরিপ অনুযায়ী মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিআইইউ অন্যতম একটি। ‘ওপেন ডে’ অনুষ্ঠানটি করার উদ্দেশ্য হচ্ছে অভিভাবক এবং শিক্ষার্থীরা যাতে পুরো ক্যাম্পাস স্বচক্ষে দেখে এখানে ভতির্র সিদ্ধান্ত নিতে পারে আর যারা ভর্তি হবে তাদের সিদ্ধান্ত সঠিক হবে। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন সিআইইউর ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম. আইয়ূব ইসলাম, প্রক্টর ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী এবং ইংরেজি বিভাগের অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা।
বক্তৃতা পর্বের পর বেলুন উড়িয়ে ‘ওপেন ডে’র কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী। দিনটি উপলক্ষে ছিল স্পট এডমিশন ও সিআইইউ ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ। নতুন শিক্ষার্থীদের নানা তথ্য দিয়ে সাহায্য করার জন্য স্থাপন করা হয় একটি অনুসন্ধান বুথ। এছাড়া বৈশাখী পিঠা ও নানান পণ্যের পসরা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বসে মেলা। এতে অংশ নেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।