শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তঃসেমিস্টার ক্রিকেট খেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের দল ফেন্ডস্ ফাইটার্স চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় ১০ম সেমিস্টারের শিক্ষার্থীদের দল বীর বাঙ্গালী একাডেমী ক্লাব। খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করে এবং ম্যান অব দ্যা টুনার্মেন্ট হন রানার্স আপ দলের খেলোয়ার মাকসুদ আলম। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কথাশিল্পী নারীনেত্রী অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চিফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, বিভাগীয় সভাপতি প্রফেসর ড. আনসার উদ্দিন, প্রফেসর ড. রুহুল আমীন প্রামানিক, কো-অর্ডিনেটর স্বপ্না খাতুন, প্রভাষক মনজুরুল ইসলাম, আফরোজা আক্তার, তাসলিম হাসান প্রমুখ।