শুক্রবার, ২৭ মে ২০২২, ১২:৫৪ পূর্বাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি কালচারাল ক্লাবের উদ্যোগে বুধবার কোরআন খতম মিলাদ মাহফিল এবং ইফতারের আয়োজন করা হয়েছে। বিকাল ৫টায় কোরআন শরীফ খতম দেন জামিয়া আহম্মদিয়া সুন্নিয়া আউলিয়া মাদ্রাসার ছাত্রগণ। কোরআন খতমের মুনাজাত করেন মোহাম¥দ রশিদ। এতে অংশ গ্রহন করেন সিআইইউ এর বিভিন্ন ডির্পাটমেন্ট এর শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং সিআইইউ এর স্টাফ বৃন্দ। মোনাজাতে এদেশের মানুষের উন্নতি কামনা করে এবং সিআইইউ এর ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের জন্য দোয়া করা হয়। এর পর আরম্ভ হয় হাম নাদ ও মিলাদ শরীফ। হাম নাদে অংশ গ্রহন করেন মোহাম্মদ আয়াস হাসান, জয়নুল আবেদীন, সাজ্জাদুর রহমানের সাথে ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি কালচারাল ক্লাবের এর জেনারেল সেক্রেটারী তাইবুর রহমান জাওয়াদ। সর্বশেষ মিলাদ শরীফের পর মোহাম্মদ আয়াস হাসান মোনাজাত ধরেন। মেনাজাতে সিআইইউ এবং শিক্ষকদের জন্য দোয়া করা হয় এবং সিআইইউ এর যে সকল স্টাফ ও ছাত্রছাত্রী পরলোক গমণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং সর্বশেষে একসাথে ইফতার সম্পন্ন করে। শিক্ষকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আমরান হারুন, ইংরেজী অনুষদের প্রধান শারমেইন রড্রিক্স, ব্যবসায় অনুষদের সহকারী অধ্যাপিকা ড. রোবাকা শামশের এবং ইংরেজী অনুষদের সহকারী অধ্যাপিকা রিফাত তাসনিম ও সহকারী অধ্যাপক সাইফুর রহমান। অনুষ্ঠানে আরো ছিলেন ব্যবসায় অনুষদের প্রভাষক সাঈদ হাসান, প্রভাষক আমিনুল ইসলাম চৌধুরী এবং প্রভাষক আশিকুল মাহমুদ ইরফান।