বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৪২ অপরাহ্ন
আইইউবিএটি প্রতিনিধি : দুই দশকের বেশী ধরে রাজধানীর উত্তরায় নিজস্ব ক্যাম্পাসে বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেজ এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) মানব সম্পদ উন্নয়নে কাজ করে চলছে। শিক্ষিত জাতি গঠন ও নেত্রিত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করার লক্ষে বিশ্ববিদ্যালয় সর্বাত্যাক চেষ্ঠ অব্যাহত আছে। আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ম্যানেজমেন্ট (সিএমডি) ও কনসালটেনসি ট্রেইনিং রিসার্জ এন্ড পাবলিকেশন ডিভিশন (সি.টিআর.পি.ডি) এর উদ্দোগে গত তিন মাস যাবত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রছাত্রীসহ মোট ৫০ জন কে এরিক ফ্রান্ক লির্ডারশীপ ডেভেলপমেন্ট (ইএফএলডিপি) এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম। প্রধান অতিথি ছিলেন –কে. বি. এস ব্যান্ড লি. এর চেয়ারম্যান, শীসেল মার্কেটিং নেটওয়াক এর প্রদান কর্মকর্তা ও গ্রীন লিংক এগ্রো এর উপদেষ্ঠা জনাব মোঃ খালেকুজ্জামান। সনদ প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ই.এফ.এল.ডি.পি এর কো-অর্ডিনেটর অধ্যাপক লুৎফর রহমান। আরও বক্তব্য রাখেন সি.টিআর.পি.ডি এর প্রধান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল বারী, সি.টিআর.পি.ডি এর কো-অর্ডিনেটর অধ্যাপক এম আর খাঁন, রেজিষ্ট্রার অধ্যাপক এম এ জব্বার, প্রশিক্ষনের অভিজ্ঞতা শেয়ার করেন মোঃ হাফিজুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব আব্দুল্লাহ আল ইউসুফ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক অধ্যাপক ড. আবুল খায়েরসহ সকল বিভাগের চেয়ার, কো-অর্ডিনেটর, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর ট্রেইনিং এ অংশগ্রহনকারী শিক্ষার্থীরা গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে ফটো সেশনে অংশগ্রহন করেন।