বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:২৬ অপরাহ্ন
বৃক্ষ বাল্কলে হাঁড়িকাঠ শির
কদলীর হীনচির উদোম শরীর
রক্তাভ স্তনমোচা থেকে চামচিকে চেটে নেয়
প্রাণরস; যৌবনের জৈবিক মধু।
ঝাঁকড়া পল্লবের হৃদে সঙ্গোপণে রক্ত ঝরে
টস টস ধূসর মাটির।
শাদা মেঘরঙে আঁকা শরতের সুনীল আকাশ
ঘাসফড়িঙের চোখে সোনালি রোদের দোকান।
দালির ক্যানভাসে গলে পড়া নীলশ্বাস,
আর কিছু উড্ডীন ডানার উপমা
ধূসর জমিনে কর্ষণের কাতর শিল্পীরা
পরাবাস্তব জীবনের স্বপ্ন করে জমা।
বনস্পতি কন্যাদের নগ্নবুক ঢেঁকে দিতে হৃদয়ের ঘাস
ছুঁয়ে থাক মর্মে কিছু দিকভ্রান্ত হাওয়ার প্রয়াস।