রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৩৬ অপরাহ্ন
দৈবের দেশে নিদ্রা ভাঙে ফুলের জগত।
রঙধনু রঙে আঁকা রঙিন মুখোশ পরা মানুষের মুখর নগর…
ফেরিওয়ালা, হকারের হাঁকডাকে ত্রস্ত গলি ছেড়ে
শেফালিরা নেমে আসে- ভোরের মলাট ফুঁড়ে
জীবিকার উচ্ছিষ্ট ছড়ানো জীবনের নোংরা ডাস্টবিনে।
ফেন্সিডিল, ইয়াবা-কনডমের কামুক জঙ্গল থেকে
শেফালিরা খুঁটে আনে বস্তুবাদের বাতিল টুকরোগুলি।
বাসনার ফুটপাতে হররোজ হাট বসে।
প্রবৃত্তির গুপ্তপথে ক্রেতা আসে ভ্রমরের বেশে।
প্রেম নয়, পথে পথে বিক্রি হয় ফুলের যৌবন
ঋষভরাত্রির মাতাল মত্ততা মেখে দেহে
ভোরের শেফালি ঘরে ফেরে সন্ধ্যায় ক্লান্ত ম্লান।
যেখানে ক্ষুধায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে শিশু তার,
যেখানে লুণ্ঠিত স্বপ্নেররং বসন্তের ডালে ডালে
কোনদিন ফুল হয়ে ফুটিবে না আর।