বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন
কানামেঘে মেঠো পথে
যায় হাটুরে ডাকরাতে
পড়িমরি বর্ষাতি দিন
ছুটছি ক’জন বাঁকড়াতে।
নল ছিটকি বিলের জলে
জিয়ান পাতা ঝিল ঘেরে
বৃষ্টি নাচন টাপুর টুপ
ডিঙ্গি ঘোরে ঝিল ফেড়ে।
ছবির গাঁয়ে ইতির ঘর
লাল থোক থোক করমচা
কাক ভেজাতেই পৌঁছে সবাই
পেলাম মুড়ি গরমচা।