সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১৬ অপরাহ্ন
জল তির তির মিষ্টি ছড়া
ঘুমায় দূর্বা ঘাসে
ফড়িং লেজের জলচাটিতে
কিংবা দীঘির পাশে।
বিজন বেতের জাংলা খোপে
ছড়া ঘুমায় বনে
কন্চি শীষে ঘুঘুর জিকির-
কিংবা কুঁড়ের ছনে।
ঘুমায় ছড়া কাদার মোজায়
কাদা খোঁচার বিলে
ডুঙ্গি ভাঁড়ে হল্লা শিশুর
আয়না আকাশ নীলে।
ঘুমায় ছড়া দেহাতি ঝিল
তাল সুপারির খোঁটে
ভোরের রবি পুঁই বিচিতে
খুকুর রাঙা ঠোঁটে।
খাঁ খাঁ দুপুর ফেরিঅলার
বরফ শীতল হাঁকে
আম কড়ালির অমল স্বাদে
মেঘের ছড়া ডাকে।
মেঘ ডুম্বুর বোশেখ ঢলে
কবির বেতস বনে
জেগে ওঠে হঠাৎ ছড়া
বৃষ্টি পেয়ে মনে।