রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৮ পূর্বাহ্ন
নূপুরধ্বনির সাথে অপেক্ষার আশাবরি ওম
নির্ঘুম শীতের কার্নিসে নাচে কুয়াশার পালক ছড়ানো রাত
অসুর শব্দের ভারে কেঁপে ওঠে উদ্বোধনী উৎসব।
গোলাপ পাপড়ির বুকে আনন্দের অনিবার্য স্নান
জন্মের গোপন চিহ্ন প্রত্মকলার শরীর-সৌরভে
ভিজে যায় অরণ্য অধর তৃষার্ত চুমুর রসায়নে।
সুচারু দেহের ঘেরাটোপে খুলে যায় গুপ্তগুহা
ছুঁয়ে যায় অহর্নিস বহুগামী মেঘের শরীর
লজ্জার নীল ভাষা জেগে ওঠে চোখের হেরেমে
কড়িমধ্যমের ভাঁজ খুলে শরীরের সংগুপ্ত সংরাগে
অবিরাম বেজে চলে হৃদয়ের আদিম নাকাড়া
মধ্যরাতের কাঁটাতার পেরিয়ে এলে
অন্ধকারের অক্টোপাস ভেদ করে দহনের অরূঢ় দেয়াল
স্বপ্নের বাঁধ ভেঙ্গে গেলে
শরীরবৃত্ত থেকে ছুটি পায় অবরুদ্ধ জলের প্লাবন।