রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০২:৩৫ পূর্বাহ্ন
এনবিআইইউ : ২৮.০১.২০১৭ দেশের বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে হাসপাতাল থেকে নবজাতক চুরির সম্পৃক্ততার অভিযোগে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোছাঃ শাহীন আখতার শুভ্রা’র নাম প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত (সাসপেন্ড) করেছে। সেই সাথে প্রকাশিত সংবাদের সত্যতা পরীক্ষা-নিরীক্ষার জন্য শনিবার একটি তদন্ত কমিটিও গঠন করেছে। ছয় সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটিকে অতিদ্রুত তাঁদের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সভা থেকে এ আদেশ প্রদান করেন।