শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:২৬ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ, গ্রাজুয়েটদের ও মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ১০ জানুয়ারি শনিবার সকাল ১০:৩০টায় ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী অধ্যাপিকা রাশেদা খালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, রেজিষ্ট্রার রিয়াজ মোহাম্মদ, আইন অনুষদের ডিন প্রফেসর এম হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর অধ্যাপিকা রাশেদা খালেক বলেন-‘আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হলেন, সর্বক্ষেত্রে তাঁরা সাক্ষরতার অবদান রাখবেন। এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করবেন। জ্ঞানের আলো ছড়াবেন।’ বিদায়ী শিক্ষার্থীদেরকে অতিথিবৃন্দ শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রফেসর, পাবনা এ্যাডওয়ার্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রউফ। শিক্ষার্থীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করেন, নবীন শিক্ষার্থী শুভ, ১ম ব্যাচের গ্রাজুয়েট শিক্ষার্থী হাসনা হেনা মিমি, মাস্টার্স প্রোগ্রামের বিদায় শিক্ষার্থী রমজান আলী। ইংরেজি বিভাগের শিক্ষক নবনিতা ভট্টের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান জুয়েল, শিক্ষক মাহফুজা বেগম, কাশফিয়া জাফরিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী রোকনুজ্জামান, শান্তা, সানজিদা, আয়েশা, আশিফ, শিহাব, সুমন, অরবিন্দসহ অন্যান্যরা।