শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৫৫ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য গঠিত মুটকোর্ট উদ্বোধন করা হয়েছে। বিভাগের উদ্যোগে বুধবার বেলা ১১টায় রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে মুটকোর্ট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মুটকোর্টে শিক্ষার্থীদের উদ্যোগে একটি প্রতীকি বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। মুটকোর্টে বিচারক হিসেবে ছিলেন শিক্ষার্থী নুসরাত জাহান ঋদি ও সজীব আলী। অ্যাডভোকেট ছিলেন শিক্ষার্থী আবু জুবায়েদ মো. ওয়ালিউল্লাহ বাপন, ডা. সাকলাইন জনি, এমদাদুল হক রনি, মঞ্জুর রহমান বিশ্বাস, কনিকা মাহফুজ। বাদি হিসেবে ছিলেন শিক্ষার্থী আসিনা জান্নাত, বিবাদী ছিলেন সাব্বির আহম্মেদ, স্বাক্ষী ছিলেন মুশফিক, পেশকার হিসেবে জুয়েল ও অমিত হাসান, সেরেস্তাদার হিসেবে ছিলেন জুয়েল ও সহকারি সেরেস্তাদার রাকিবুল ইসলাম এবং বিবাদীর সাক্ষী ছিলেন শিক্ষার্থী শাওন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ এর ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী, কথাসাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রাস্টিবোর্ডের সদস্য ও পেট্রোবাংলা ডেপুটি জেনারেল ম্যানেজার ফারহানা শাওন, আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম. হাবিবুর রহমান, কো-অর্ডিনেটর ড. নাসরিন লুবনা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বিভাগের শিক্ষক সালাউদ্দিন সাইমুম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, সহকারি প্রক্টর এম. এ. কুদ্দুস, আইন বিভাগের প্রভাষক শামিমা সুইটি, এ.জে.এম. নূর-ই-আলম প্রমুখ।