সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৯:১২ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ‘জাস্টিশিয়া ল’ ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মাপাড়ে কফিবার রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআইইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট নারীনেত্রী, কথাসাহিত্যিক অধ্যাপক রাশেদা খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ এনবিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। মেঘ মেদুর বর্ষার পড়ন্ত বিকেলে অধ্যাপক রাশেদা খালেক আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআইইউ’র উপ-উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, রাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. শাহ আজম শান্তনু, ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ, প্রক্টর ড. মু. আজিবার রহমান, সহকারি প্রক্টর এম. আব্দুল কুদ্দুস প্রমুখ। আইন বিভাগের কো-অর্ডিনেটর (ভারপ্রাপ্ত) ড. নাসরিন লুবনা স্বাগত বক্তব্য রাখেন, প্রভাষক সালাউদ্দিন সায়মুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্যু, র্যাফেল ড্র সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।