সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় শিক্ষক দল চ্যাম্পিয়ান ও কর্মকর্তা দল রানার্স আপ হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজনেস স্টাডিজ বিভাগের শিক্ষক মোখলেছুর রহমান পলাশ। সকালে এই খেলার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কবি ও কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক এবং উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও কলামিস্ট প্রফেসর ড. আবদুল খালেক। এসময় তাঁরা বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী সবাই এই বিশ্ববিদ্যালয়ের কর্ণাধার। দেশ ও জাতি গঠনে নিরলস মেধা ও শ্রম দিয়ে যাচ্ছেন। শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সমৃদ্ধ করছেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনছেন। বিজয় দিবস উপলক্ষে এই প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে বিজয় দিবসকে সমৃদ্ধ করা হলো বলে অভিমত ব্যক্ত করেন তাঁরা।
দুপুরে বিজয়ী দল ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক ও উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। এসময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, ট্রাস্টিবোর্ডের সদস্য ফারাহ্ দিনা গুঞ্জন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামানিক, ইংরেজি বিভাগের প্রফেসর আবদুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী, প্রক্টর ড. মো. আজিবার রহমান, বিজনেস স্টাডিজ বিভাগের সভাপতি আনওয়ারুল কামাল চৌধুরী, কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী দলের দলনেতা ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ এবং রানার্স আপ দলের দলনেতা রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদ ও শ্রেষ্ঠ খেলোয়ার মোখলেছুর রহমান পলাশ তাদের অভিমত ব্যক্ত করেন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহকারি প্রক্টর মো. আব্দুল কুদ্দুস, ধারাভাষ্যে ছিলেন শিক্ষার্থী উজ্জ্বল ও জেরিন। খেলায় বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রিকেট খেলা শেষে সেখানে পিলো খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় ১ম স্থান অধিকার করেন রেজিস্ট্রার রিয়াজ মোহম্মদের মেয়ে অধরা, ২য় স্থান অধিকার করেন ট্রাস্টিবোর্ড সদস্য ফারাহ্ দিনা গুঞ্জন এবং ৩য় হন লাইব্রেরি অফিসার সুমাইয়া মেহজাবিন। খেলাধুলা শেষে সেখানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। টিটি কলেজ মাঠে এই খেলায় আয়োজনে কলেজ কর্তৃপক্ষ ও যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানান ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ক্রিকেট খেলায় অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন সাইদুল ইসলাম এবং শান্ত।