শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:৪৬ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলীকে ০৮.১০.২০১৭ রোববার দুপুর ১টায় সিএসই বিভাগের নেটওয়ার্কিং ল্যাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি ইউসুফ আলী বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে সহকারি প্রকৌশলী হিসেবে যোগদান করায় তাঁকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এনবিআইইউ’র উপ-উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. ওয়াজেদ আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর জনাব বিপ্লব কুমার পাল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর মো. রাবিকুল হাসান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগণও উপস্থিত ছিলেন। বক্তারা তাঁর ভবিষৎ জীবনের সফলতা কামনা করেন।