বৃহস্পতিবার, ২৬ মে ২০২২, ১১:৫৩ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : ১১ জুলাই ২০১৬ দুপুর ১২:৩০ মিনিটে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) একাডেমিক ভবনের কনফারেন্স রুমে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক অধ্যাপিকা রাশেদা খালেক। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, এনবিআইইউ’র শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে। সিলেবাসের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা, মানবতাবোধ, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার পরামর্শ দেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে এনবিআইইউর উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক বলেন, এনবিআইইউ’র শিক্ষার্থীরা যাতে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে সে বিষয়ে শিক্ষকদের দৃষ্টি রাখতে হবে এবং যারা ক্লাসে অনুপস্থিত থাকবে তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করবেন। এছাড়া শিক্ষার্থীরা যাতে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত না হয় সে বিষয়ে সচেতন করার পরামর্শ দেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউর উপ-উপাচার্য শিক্ষাবিদ ও ফোকলোর গবেষক প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার (অনারারি) ও চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী, প্রক্টর ড. মো. আজিবার রহমান, প্রভাষক হোসেন আলী, শুভ কর্মকার, রোকনুজ্জামান খান সফল, আরিফুল হক প্রমুখ। ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।