সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:১৯ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে কর্মসূচি শুরু হয় এবং রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী অধ্যাপিকা রাশেদা খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এনবিআইইউ উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিফ কো-অর্ডনেটর প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম ওয়াজেদ আলী, শিক্ষক আব্দুল কুদ্দুস, হামিদুর রহমান, সাজু সরকার। ছাত্র উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ’র সঞ্চালনায় রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, ইংরেজি বিভাগের প্রফেসর আব্দুর রউফসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।