শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১৫ পূর্বাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘জব প্লেসমেন্ট পাথওয়ে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির কসমোপলিটন বিজনেস ক্লাব-এর উদ্যোগে ২৫.০৯.২০১৭ সোমবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এক্সপার্ট ইন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এন্ড ইউএন এজেন্সিস প্রফেসর ড. মো. মহিউদ্দিন। সেমিনারটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ড. আবদুল খালেক। এসময় তিনি শিক্ষার্থীদের জীবনের অভিষ্ঠ লক্ষ্যে পৌছাতে কর্মমুখী হওয়ার আহবান জানান। সেমিনারে সম্মোহনী বক্তব্যে ড. মহিউদ্দিন শিক্ষার্থীরা কিভাবে কর্মজীবনে প্রবেশ করতে পারে সেই বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া চাকুরি ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে করণীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন এবং শিক্ষার্থীদের সাথে উন্মোক্ত আলোচনা করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনবিআইইউ’র উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক ও বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আমজাদ হোসেন। বিজনেস স্টাডিজ বিভাগের সভাপতি আনোয়ারুল কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক ও সহকারি প্রক্টর আবদুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, প্রভাষক হোসেন আলী, সাজু সরদার প্রমুখ। সেমিনার অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক ড. মহিউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন।