শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫২ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির বিজনেস ক্লাব ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে ০৬ জুন, ২০১৬ সকাল সাড়ে ১০টায় রাজশাহী আলুপট্টিস্থ ইউনিভার্সিটির কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিলের ডাইরেক্টর, প্রজেক্ট হেডওয়ে পল বিশ্বাস ও প্রজেক্ট ম্যানেজার শারমিন সুলতানা। বক্তারা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য গমনার্থে প্রয়োজনীয় যোগ্যতা, স্কলারশিপ সুবিধা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং উন্নত ক্যারিয়ার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। সেমিনারে এনবিআইইউ’র বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর অবায়দুর রহমান প্রামানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেজিস্টার রিয়াজ মোহাম্মদ, বিজনেস স্টাডিজ বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আমজাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজনেস স্টাডিজের বিভাগীয় প্রধান সিনিয়র সহকারি অধ্যাপক আনোয়ারুল কামাল চৌধুরী। সেমিনারে অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।