বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:০৩ অপরাহ্ন
এনবিআইইউ প্রতিনিধি : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অমর একুশে গ্রন্থমেলায় দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা রাশেদা খালেক সম্পাদিত ‘একান্ত জীবনে আপন ভুবনে রবীন্দ্রনাথ’ এবং উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক সম্পাদিত ‘বিব্রত সংলাপ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়। শনিবার বিকেলে ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বইমেলায় বইটির মোড়ক উন্মেচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক অধ্যাপিকা রাশেদা খালেক, প্রফেসর ড. আবদুল খালেক, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. মো. হাবিবুল্লাহ ও প্রক্টর ড. মো. আজিবার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ গ্রন্থমেলার ৫ম দিনে ব্যাপক দর্শক সমাগম ঘটে। মেলা চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি। মেলায় স্বনামধন্য কবি ও লেখকসমৃদ্ধ গ্রন্থের মঞ্জুরীতে উন্মুক্ত থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।