শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:১২ পূর্বাহ্ন
সিআইইউ প্রতিনিধি : চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ১০ম একাডেমিক কাউন্সিলের সভা ১৪ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ মাহমুদুল হক চৌধুরী, সিন্ডিকেট মনোনীত সদস্য অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক ড. এম. আইয়ুব ইসলাম, সিআইইউ’র বিভিন্ন অনুষদের ডিন, মনোনীত বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। সভায় উপস্থিত থাকার জন্য উপাচার্য সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ৯ম একাডেমিক কাউন্সিলের সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। পরে এজেন্ডাভিত্তিক অন্যান্য আলোচনা অনুষ্ঠিত হয়। একই সাথে বিশ^বিদ্যালয়ের একাডেমিক অগ্রগতি, মানোন্নয়নের উপায় নিয়ে সদস্যবৃন্দ সভায় আলোচনা করেন। বিশ^বিদ্যালয়ের একাডেমিক মানন্নোয়নে নতুনত্ব আনয়নসহ সৃজনশীলতা বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।