শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১, ০৮:০৮ অপরাহ্ন
রাবি প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষদের আর্থিকভাবে সহযোগীতার হাত বাড়িয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগের উদ্যোগে প্রায় চৌদ্দ হাজার টাকা উত্তোলন সম্পন্ন করেছে এবং এখনো টাকা উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে। সংগঠনের একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, দেশের উত্তরাঞ্চলের প্রায় ছয়টি জেলার মানুষ বন্যা কবলিত হয়ে খুব কষ্টে জীবন যাপন করছে। এসব অসহায় মানুষদের আর্থিক এবং খাদ্যের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গিয়ে টাকা উত্তোলনের কাজ করছে। বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, গত বৃহস্পতিবার থেকে শুরু করে আজ ২৮ জুলাই ২০১৬ পর্যন্ত প্রায় চৌদ্দ হাজার টাকা সংগ্রহ করেছে। টাকা সংগ্রহের কাজ চলবে আগামী শুক্রবার পর্যন্ত। শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগ থেকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগীতার জন্য যোগাযোগ করা হচ্ছে দুই টন চিড়া, খাবার সালাইন, ঔষুধ, মোমবাতি, দিয়াশলাই। বিভিন্ন হলে টাকা উত্তোলনের কাজে যারা অংশগ্রহন করছে তাদের মধ্যে, বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আল গালিব সহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।